Message from Headmaster

শিক্ষাই আলো, নিরক্ষরতাই অন্ধকার। প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। উন্নয়নশীল এই দেশে একজন কিশোর বা কিশোরী যখন আর্থ-সামাজিক কিংবা পারিবারিক কারণে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনার মুখে পড়ে তখন তার প্রয়োজন হয় একজন দায়িত্বশীল মমতাময়ী কঠোর অভিভাবকের। দুঃখজনক হলেও সত্য যে, জামালপুরের মতো একটি মফস্বল শহরের পরিবারগুলোতে এর অভাব প্রকট। এই সঙকট পেরোনোর উপায় উদ্ভাবন করতে আমরা সবাই যখন ক্লান্ত ঠিক তখনই আমি দৃঢ়তার সাথে বলতে চাই উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশ সাধনের লক্ষকে সামনে রেখে সোনার বাংলা গড়ার স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা নামানুসারে ‍"বঙ্গবন্ধু কলেজ ঝাউগড়া" নতুনতম ভূমিকা পালনে বদ্ধ পরিকর। পথ হারা, দিকভ্রান্ত শিক্ষার্থীদের মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে এক ঝাক তরুণ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। শিক্ষার প্রসার ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র কলেজটি জেলার মধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে প্রতিষ্ঠানটিতে রয়েছে পরিচ্ছন্ন ক্যাম্পাস, সমৃদ্ধ গ্রন্থাগার, বিজ্ঞান ল্যাব. কম্পিউটার ল্যাব., মাল্টিমিডিয়া ক্লাসরুম সহ সসংগঠিত সাংস্কৃতিক সংঘ। শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা, সৃজনশীলতা ও ভাষাশৈলী তৈরিতে মানসম্মত পড়া-লেখার কোন বিকল্প নেই। তাই যুগোপযোগী, প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের গুরুত্ব অনুধাবন করছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত "বঙ্গবন্ধু কলেজ ঝাউগড়া" কে সরকারি করণে সানুগ্রহ অনুমোদন করে এলার আপাময় জনগণকে ধন্য করেছেন। ধন্য করেছেন কলেজের প্রতিষ্ঠাতা এবং আজীবন দাতা ও পৃষ্ঠপোষককে। আমি স্বশ্রদ্ধ ও কৃতজ্ঞচিত্তে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ সাধনে নেপথ্য নায়ক পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মির্জা আজম এম.পি ও সকলের নয়ন মনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফারুক আহম্মেদ চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Back