শিক্ষাই আলো, নিরক্ষরতাই অন্ধকার। প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। উন্নয়নশীল এই দেশে একজন কিশোর বা কিশোরী যখন আর্থ-সামাজিক কিংবা পারিবারিক কারণে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনার মুখে পড়ে তখন তার প্রয়োজন হয় একজন দায়িত্বশীল মমতাময়ী কঠোর অভিভাবকের। দুঃখজনক হলেও সত্য যে, জামালপুরের মতো একটি মফস্বল শহরের পরিবারগুলোতে এর অভাব প্রকট। এই সঙকট পেরোনোর উপায় উদ্ভাবন করতে আমরা সবাই যখন ক্লান্ত ঠিক তখনই আমি দৃঢ়তার সাথে বলতে চাই উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশ সাধনের লক্ষকে সামনে রেখে সোনার বাংলা গড়ার স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা নামানুসারে "বঙ্গবন্ধু কলেজ ঝাউগড়া" নতুনতম ভূমিকা পালনে বদ্ধ পরিকর। পথ হারা, দিকভ্রান্ত শিক্ষার্থীদের মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে এক ঝাক ... ... ...